আপনার শপিং আরো আকর্ষণীয়, সহজ এবং সাশ্রয়ী করতে চুপটি.কম চালু করেছে বিশেষ ক্যাশব্যাক অফার। নির্দিষ্ট পরিমান অর্ডার করে প্রতিবারে পেতে পারেন এক্সট্রা মানি ব্যাক। যা কোন পয়েন্ট বা মেচুরিটা নয় সরাসারি মানিব্যাক পাবেন চুপটি.কম এ। আমরা ভিবিন্ন সময়ে ভিবিন্ন কেম্পেইনে অফার প্রধান করে থাকি। যা পণ্যর অর্ডারে আপডেট দেখতে পাবেন।
চুপটি.কম এর ক্যাশব্যাক কিভাবে কাজ করে?
অর্ডার কার্ট করার সাথে সাথে আপনি নটিফাই হবেন যে উক্ত অর্ডারে কতটাকা ক্যাশ হিসেবে রিটার্ন পাবেন। পেমেন্ট সম্পুর্ন করার পর আপনার Account > Wallet এ উক্ত নির্দিষ্ট পরিমান ক্যাশব্যাক স্বয়ংক্রিয়ভাবে ক্রেডিট হয়ে যাবে। যা পরবর্তীতে যে কোন পরিমান পণ্যর ক্রয়ের মূল্য হিসেবে আপনার Wallet এ থাকা ক্রেডিট দিয়ে রিয়েল ক্যাশ হিসেবে পরিশোধ করতে পারবেন।
উদহারনঃ ধরুন, ১০% ক্যাশব্যাক অফারে আপনি ১০০০ টাকা মূল্যর একটা পণ্য অর্ডার করলেন , তাহলে 1000X10% = 100 টাকা আপনার Wallet এ ক্রেডিট হবে। পরে আবার যেকোন পরিমান অর্ডার ধরি, ৫০০ টাকার অর্ডার করলেন সেই ক্ষেত্রে আপনি চাইলে আপনার আপনার Wallet থেকে ১০০ টাকা ডেবিট পুর্বক বাকি ৪০০ টাকা পরিশোধ করে অর্ডারটি সম্পুর্ন করতে পারেন।
Awesome 😊👍